জাতীয়

'যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী'

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই নভেম্বর ২০২০ ০২:৩৫:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলে আজ মঙ্গলবার ১৭ই নভেম্বর যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচীর মধ্যদিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। 

সকাল সাড়ে সাতটায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আলাউদ্দিন ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কর্মসুচীর শুরু করেন। পরে টাঙ্গাইল প্রেসক্লাব, মওলানা ভাসানীর পরিবার ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দেশী-বিদেশী অসংখ্য ভক্ত মুরিদান ও সর্বস্তরের জনতা মরহুমের মাজারে পুস্পস্তক অর্পন করে শ্রদ্বা নিবেদন করেন।   

অসংখ্য মুরিদান ও ভক্তদের কন্ঠে 'যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী' শ্লোগানে মুখরিত হয়ে উঠে টাঙ্গাইলের সন্তোষ গ্রামে মজলুম জননেতার সমাধিস্থল।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালন করা হচ্ছে।

আরও পড়ুন