আন্তর্জাতিক, অন্যান্য

যুদ্ধবিধ্বস্ত সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সকল ক্রু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুদ্ধবিধ্বস্ত পূর্ব সুদানের একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সকল ক্রু সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) পোর্ট সুদানের ওসমান ডিগনা বিমানঘাঁটির কাছে এই দুর্ঘটনা ঘটে। সামরিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ইলিউশিন আইএল-৭৬ মডেলের বিমানটি অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। 

 

সরকারি বাহিনী বা সুদানিজ আর্মড ফোর্সেস এখনও নিশ্চিত করেনি বিমানে ঠিক কতজন আরোহী ছিলেন, তবে নিশ্চিত করা হয়েছে যে সকল ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। গত মে মাসে ড্রোন হামলার পর ওই বিমানঘাঁটিতে এটিই বড় কোনো দুর্ঘটনা।

 

এই দুর্ঘটনা এমন সময়ে ঘটল যখন দেশটির মধ্যাঞ্চলে সেনাবাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গত সোমবার পশ্চিম কর্দোফানে অবস্থিত সুদানের সর্ববৃহৎ তেলক্ষেত্র 'হেগলিগ' এর নিয়ন্ত্রণ নেয় প্রতিপক্ষ র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস। এটি সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস, যা প্রতিদিন ৮০,০০০ থেকে ১,০০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে। সেনাবাহিনী বাবলুসা থেকেও পিছু হটেছে বলে জানা গেছে।

 

এদিকে, আরএসএফ-এর পক্ষে যুদ্ধ করার জন্য কলম্বিয়ান ভাড়াটে সৈন্যদের নিয়োগের অভিযোগে চারজন কলম্বিয়ান নাগরিক ও চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, দারফুরে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে মিলিশিয়া নেতা আলি কুশাইবকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

 

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে যে, দেশটির প্রায় ২ কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন