আন্তর্জাতিক, এশিয়া

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় ৪৪ ফিলিস্তিনি নিহত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় ও চিকিৎসা সূত্র এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনার পর, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এবং হামাস উভয়েই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।

আইডিএফ-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়, হামাস আজ রাফাহর কাছে ‘আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং গুলি চালিয়েছে’। তবে হামাস এই ধরনের কোনো সংঘর্ষের বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে।

 

উল্টো হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসরায়েল ‘ক্রমাগত চুক্তি লঙ্ঘন করে চলেছে’। অন্যদিকে, আইডিএফ হামাসের এই কথিত হামলাকে ‘যুদ্ধবিরতির নির্লজ্জ লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

 

এদিকে, ইসরায়েল জানিয়েছে যে তারা গাজায় ‘ব্যাপক হামলা' চালানোর কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতির ’পুনরায় প্রয়োগ শুরু করেছে'।

 

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে বন্দুকধারীদের হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করার ঘটনার পর ইসরায়েল গাজায় এই সামরিক অভিযান শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, তখন থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৮,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন