আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রতিদিন গড়ে ২ শিশু নিহত হচ্ছে: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েল ও হামাসের মধ্যে গত ১০শে অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় অন্তত ৬৭টি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই উদ্বেগজনক তথ্য জানিয়েছে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেজ জানান, যুদ্ধবিরতি চলাকালেও শিশুদের প্রাণহানি থামেনি। তিনি বলেন, এই সময়ে আরও কয়েক ডজন শিশু আহত হয়েছে। 

 

পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে প্রায় দুটি করে শিশু নিহত হচ্ছে। সংঘাতপূর্ণ এই অঞ্চলে শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন