ইউক্রেন যুদ্ধের অবসান ও সংকট নিরসনের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেন। আগামী ২৩ ও ২৪ জানুয়ারি কারিগরি পর্যায়ের এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
মস্কো ভিত্তিক সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি জানিয়েছেন আগামীকাল ও পরশু সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো এই ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘আমি আশা করছি সংযুক্ত আরব আমিরাত এ বিষয়ে অবগত। আমেরিকার পক্ষ থেকে আমাদের জন্য কিছু চমক ছিল। তবে পরিস্থিতি যাই হোক, তারা সেখানে যাচ্ছে। আমি মনে করি, কারিগরি পর্যায়ে এমন একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়াটা ইতিবাচক।’
এর আগে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছিলেন যে, ইউক্রেন পরিস্থিতি নিষ্পত্তিতে গঠিত কর্মগোষ্ঠীগুলো (ওয়ার্কিং গ্রুপ) আগামী কয়েক দিনের মধ্যে আবুধাবিতে বৈঠকে বসবে।
ডিবিসি/এনএসএফ