আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই কোরআন মুখস্থ করেছেন ৫০০ ফিলিস্তিনি, পেলেন সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের বর্বরোচিত হামলা আর ধ্বংসযজ্ঞের মধ্যেই অনন্য নজির গড়লেন গাজার ফিলিস্তিনিরা। অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধের ভয়াবহতা উপেক্ষা করে পবিত্র কোরআন মুখস্থ (হিফজ) সম্পন্ন করেছেন ৫০০ জন ফিলিস্তিনি।

গত ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই হাফেজদের সম্মাননা জানানো হয়।

 

দৃঢ় মনোবল ও ঘুরে দাঁড়ানোর গল্প টানা হামলায় গাজার জনজীবন বিপর্যস্ত। বাড়িঘর ধসে পড়েছে, স্বজন হারানোর বেদনা প্রতিটি পরিবারে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও এই ৫০০ ফিলিস্তিনি তাদের মনোবল হারাননি। তারা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই মহান আল্লাহর বাণী বুকে ধারণ করেছেন।

 

আল-শাতি শরণার্থী শিবিরের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ইসরায়েলের চালানো গণহত্যা এবং অবরোধ গাজাবাসীর ঈমানি শক্তিকে দমাতে পারেনি। এই আয়োজন তারই প্রমাণ।

 

তথ্যসূত্র টিআরটি ওয়াল্ড

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন