আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলের ৭৭২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত এক বছরে ইসরায়েল, গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলের ৭৭২ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৯শে অক্টোবর) উত্তর গাজায় সংঘর্ষে আহত হয়ে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ২৫ বছর বয়সী এই সেনা ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন। গত ১৯শে অক্টোবর গাজা উপত্যকার উত্তরে সংঘর্ষে আহত হন এবং পরে মারা যান তিনি।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে, ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজা, লেবানন এবং ইসরায়েলে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৭৭২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

গত বছরের ৭ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের হামলায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দিকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে।

এক বছর পর এই যুদ্ধ শুধু আর গাজায় সীমাবদ্ধ নয়। এখন লেবাননে স্থল হামলার সঙ্গে বিমান হামলা জারি রেখেছে ইসরায়েল। সেখানেও আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন