আন্তর্জাতিক, এশিয়া

যুদ্ধ না থামালে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ ১০:৩০:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিলিস্তিন সংকট নিরসনে নজিরবিহীন ও কঠোর অবস্থান নিল যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যদি ইসরায়েল গাজায় বর্বরতা বন্ধ করে যুদ্ধবিরতিতে না আসে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পথে না হাঁটে, তবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই তার সরকার ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

মঙ্গলবার (২৯শে জুলাই)  নিজের মন্ত্রিসভার সঙ্গে এক জরুরি বৈঠক শেষে প্রধানমন্ত্রী স্টারমার এই যুগান্তকারী ঘোষণা দেন। এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় নিজেদের অবস্থানকে আরও জোরালোভাবে তুলে ধরল, যা ইসরায়েলের ওপর ব্যাপক কূটনৈতিক চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে হামাসের কর্মকাণ্ডের সঙ্গে এক করে দেখছেন না। তিনি বলেন, ‘হামাসের সঙ্গে কোনো তুলনা চলে না।’ তিনি হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি এটাও স্পষ্ট করে দেন যে, যুদ্ধ পরবর্তী গাজার সরকার পরিচালনায় হামাসের কোনো ভূমিকা থাকতে পারবে না।
 

এর আগে গত সপ্তাহে ফ্রান্স সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল। তবে যুক্তরাজ্যের অবস্থান আরও এক ধাপ এগিয়ে। স্টারমার জানিয়েছেন, ইসরায়েল যদি নির্ধারিত শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তবে জাতিসংঘের অধিবেশনের জন্যও তারা অপেক্ষা করবেন না, তার আগেই স্বীকৃতি দেওয়া হতে পারে। সেপ্টেম্বরে পরিস্থিতি চূড়ান্তভাবে পর্যবেক্ষণ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিবিসি/এফএইচআর 

আরও পড়ুন