ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
ইউক্রেন যুদ্ধের অবসানে আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি, শান্তি চুক্তির খসড়া এবং নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। জেলেনস্কি জানিয়েছেন, নববর্ষের আগেই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতে পারে।
হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের জেলেনস্কি জানান, সংবেদনশীল বিষয় হিসেবে ডনবাস এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হবে। তিনি উল্লেখ করেন, ২০ দফার শান্তি পরিকল্পনার খসড়া প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা চুক্তিও প্রায় প্রস্তুত। জেলেনস্কি আশা প্রকাশ করেন, এই বৈঠকে শান্তি কাঠামোর বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।
আঞ্চলিক নিয়ন্ত্রণ বা ভূখণ্ডের বিষয়টি এখনও আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায়, অন্যদিকে কিয়েভ বর্তমান যুদ্ধরেখায় লড়াই থামাতে আগ্রহী। আপস হিসেবে যুক্তরাষ্ট্র ওই এলাকায় একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দিয়েছে।
জেলেনস্কি আরও জানান, রাশিয়া যদি যুদ্ধবিরতিতে রাজি হয়, তবে তিনি শান্তি কাঠামো নিয়ে ইউক্রেনের জনগণের মতামত জানতে গণভোট আয়োজনে প্রস্তুত আছেন। সফরের সময় কোনো চুক্তি স্বাক্ষরিত হবে কি না তা নিশ্চিত না করলেও, ইউক্রেন এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে।
ডিবিসি/আরএসএল