বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের যুবসমাজ বেকার ভাতা চায় না, বরং তারা সম্মানের সাথে কাজ করে দেশ গড়ার কারিগর হতে চায়।
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, যুবকদের কাজের উপযোগী ও দক্ষ জনবল হিসেবে গড়ে না তুলে আমরা কেন বেকার ভাতার গল্প শোনাব? যুবকরা আমাদের কাছে বেকার ভাতা দাবি করছে না। আমরা এই যুবক-যুবতীদের হাতকে দেশ গড়ার মজবুত কারিগর হিসেবে গড়ে তুলব এবং তাদের হাতে সম্মানের কাজ তুলে দেব।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহর ওপর আস্থা রেখে বলতে পারি, বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। আগামী ১৩ তারিখ থেকে দেশের মানুষ সেই পরিবর্তন দেখতে চাচ্ছে। ১২ তারিখের পর ১৩ তারিখে যে পরিবর্তন আসবে, তা যুবসমাজের আকাঙ্ক্ষার ওপর ভর করেই আসবে।
জামায়াত আমির আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা আর কোনো আধিপত্য কিংবা ফ্যাসিবাদ মানব না। দেশের মানুষ আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চায় না। আমরা এমন এক গর্বিত বাংলাদেশ গড়তে চাই, যা এই যুবসমাজের হাতেই নিরাপদ থাকবে।
ডিবিসি/ এসএফএল