খেলাধুলা, অন্যান্য খেলা

যুব হকি দলকে ক্রীড়া উপদেষ্টার ২০ লাখ টাকা পুরস্কার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই ডিসেম্বর ২০২৪ ১০:১১:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি দল। হকিতে বাংলাদেশের কোনো দলের কোনো পর্যায়ে এটিই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপে খেলা। এ সাফল্যে বাংলাদেশ যুব হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৬ই ডিসেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) সকালে দেশে ফেরার পর হকি ফেডারেশনের পক্ষ থেকে অনূর্ধ্ব-২১ হকি দলকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিমানবাহিনীর ফ্যালকন হলে সংবর্ধনাও দেওয়া হয়েছে তাদের।


গত মঙ্গলবার থাইল্যান্ডকে ৭–২ গোলে হারিয়ে আগামী ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব–২১ দল। শেষ ম্যাচে চীনকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেই যুব এশিয়া কাপ শেষ করেছে কোচ মওদুদুর রহমানের দল। গ্রুপ পর্বে ওমানকে ৩–১ গোলে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। ড্র করে শক্তিশালী মালয়েশিয়া (২–২) ও চীনের সঙ্গে। গ্রুপ একটি ম্যাচেই বাংলাদেশ হেরেছে, সেটি পাকিস্তানের বিপক্ষে, ৬–০ গোলে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন