বিবিধ, লাইফস্টাইল

যেসব কারণে মানুষ সঙ্গীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে

রূপক বিধৌত সাধু

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৫৫:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অনেকদিনের সম্পর্ক হঠাৎ শেষ হয়ে যায়। এমনও হয়েছে তিন যুগ একসঙ্গে থাকার পরও দু’জনার পথ দু’টি দিকে বেঁকে গেছে। একে অপরের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। পরস্পরের প্রতি তৈরি হয়েছে অশ্রদ্ধা। একজন অপরের ছায়াও মাড়াতে চান না। পারলে পিষে মারতে চান। কেন এমন হয়? বহুদিনের সম্পর্ক কেন একই দিনে ভেঙে যায়?

কেউ যখন কারও প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, তখন তা স্পষ্ট বোঝা যায়। তার আচার-আচরণে এই পরিবর্তন লক্ষণীয় হয়ে ওঠে। আর এটি যদি নিজের সঙ্গী হয়, তাহলে ব্যাপারটি আরও হৃদয়বিদারক হয়ে দাঁড়ায়।

অনেকগুলো কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণগুলো জানা থাকলে আগে থেকেই ব‍্যাপারটি নিয়ে সচেতন থাকা যায়। এবার জেনে নেওয়া যাক, কী কারণে মানুষ তার সঙ্গীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলতে পারে-

একে অন্যের প্রতি আবেগ হারিয়ে ফেললে

মানুষ অনেকদিন ধরে একসঙ্গে থাকলে একে অপরের প্রতি আবেগ কমতে থাকে। যার ফলে দেখা যায়, তিনি আর আগের মতো আপনার ফোন কিংবা টেক্সটের জবাব দিতে চান না। কথা বলতে চান না। আলাদা আলাদা থাকতে পছন্দ করেন। তাই মাঝে মাঝে সঙ্গীকে নিজের মতো সময় কাটানোর সুযোগ দিতে হবে যেন তিনি আপনার অভাব বুঝতে পারেন।

অন্য কাউকে খুঁজে পেলে

আপনার সঙ্গী যদি অন্য কাউকে খুঁজে পান, তবে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে। অন্য কাউকে খুঁজে পেলে, তিনি সারাক্ষণ তার সঙ্গেই বেশি সময় কাটাতে পছন্দ করবেন এবং তার সঙ্গেই কথা বলতে চাইবেন। তাই তার মধ্যে সব সময় আপনাকে এড়িয়ে চলার একটি প্রবণতা কাজ করবে। এই ধরনের কোনো কিছু ঘটতে দেখা গেলে সচেতন থাকুন।

ঠিকমতো সময় না দিলে

সঙ্গীকে নিজের মতো সময় কাটাতে দেওয়া ভালো, তবে এটি এত বেশি করা যাবে না যাতে আপনাকে তার প্রয়োজন হলে না পাওয়া যায়। তার জন্য সময় বের করতে হবে। যার ফলে সেও আপনার জন্য নিজের সময় রাখবে। কিন্তু এটি না করলে সঙ্গী আপনার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলতে পারে।

সঙ্গীর প্রতি যথেষ্ট যত্নশীল না হলে

সবাই চায় তার প্রতি কেউ খেয়াল রাখুক। তার যত্ন নিক। সঙ্গীর প্রতি যত্নশীল না হলে ধীরে ধীরে সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তাই একে অপরের প্রতি যত্নশীল হওয়া অনেক গুরুত্বপূর্ণ। সঙ্গীর আগ্রহ ধরে রাখতে হলে আপনাকেও তার প্রতি আগ্রহ দেখাতে হবে।

দৈনন্দিন জীবনে বৈচিত্র‌্য না থাকলে

দৈনন্দিন জীবনে একঘেয়েমি চলে এলে মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। জীবনে নতুন কিছু আনতে হবে। মাঝে মাঝে ঘুরতে যেতে পারেন। প্রতিদিন বাড়িতে না খেয়ে সঙ্গীকে নিয়ে বাইরে খেতে যেতে পারেন। একঘেয়েমি জীবন কেউ পছন্দ করে না। তাই জীবনে নতুনত্ব নিয়ে আসুন।

শ্রদ্ধা না করলে

পারস্পারিক সম্মান না থাকলে কোনো সম্পর্কই টিকতে পারে না। যেকোনো একজন যদি সঙ্গীকে অসম্মান করে, তবে তা অপরজনের জন্য কোনো সুখকর ঘটনা নয়। এমনটা চলতে থাকলে ধীরে ধীরে আকর্ষণ চলে যাবে, বাড়বে দূরত্ব।

জোর-জবরদস্তি করলে 

জোর করে কোনোকিছুই হয় না। ভালোবাসাও তার ব্যতিক্রম নয়। ভালোবাসার মতো একটি সম্পর্ক তৈরি করতে পারস্পারিক টান থাকা লাগে। কিন্তু কেউ যদি জোর করে ভালোবাসা পেতে চায়, তখন একজন অপরজনের প্রতি আকর্ষণ অনুভব করে না।

নিরাপদ মনে  না হলে

অনেক ক্ষেত্রে দেখা যায় একজন অপরজনকে সবকিছুতেই সন্দেহ করেন। এই সন্দেহবাতিক স্বভাব যদি মাত্রা ছাড়িয়ে যায়, তবে সেটি অপরজনের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। সন্দেহের পেছনে সত্যি কোনো কারণ থাকলে ভিন্ন কথা। তবে কারণ ছাড়া সন্দেহ যদি করতেই থাকেন, আপনার প্রতি আপনার সঙ্গী আকর্ষণ হারিয়ে ফেলবেন।

পুরোনো অভ্যাস থাকলে

অনেকে পুরোনো অভ্যাস থেকে একাধিক সম্পর্ক চালিয়ে যায়। এই বদ অভ্যাস বিয়ের পরও থেকে যায়। তাই অভ্যাসবশতঃ নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন