আন্তর্জাতিক, পাকিস্তান

যে কোনো আগ্রাসনের জবাবে ভারতের গভীরে হামলা চালাবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৬ই আগস্ট ২০২৫ ০২:৩৪:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে পাকিস্তানের আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যদি ভারত পুনরায় আগ্রাসনের চেষ্টা করে, তবে তার প্রতিক্রিয়ায় ভারতের গভীরে হামলা চালাবে পাকিস্তান। ভারতকে বুঝতে হবে যে, পাকিস্তান তাদের দেশের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

একই সাক্ষাৎকারে পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরের রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা নিয়ে যে জল্পনা চলছিল, সেটিকে 'নিরর্থক ও মনগড়া' আখ্যা দিয়েছেন তিনি। আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট ভাষায় জানান, সেনাপ্রধানের রাষ্ট্রপতি হওয়ার কোনো পরিকল্পনা নেই এবং এ সংক্রান্ত গুজব সম্পূর্ণ অসত্য।

 

এর আগে গত জুলাই মাসে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও বিষয়টি নাকচ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে সরে যেতে বলা হবে বা সেনাপ্রধান ক্ষমতা গ্রহণের চেষ্টা করছেন, এমন কোনো কিছুই ঘটছে না। প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি, রাষ্ট্রপতি জারদারি এবং সেনাপ্রধান আসিম মুনির পারস্পরিক শ্রদ্ধাবোধের সঙ্গে পাকিস্তানের অগ্রগতির লক্ষ্যেই কাজ করছেন।

 

একইভাবে, সামরিক নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভী এই গুঞ্জনকে কুৎসিত প্রচার হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তির নেপথ্যে কে বা কারা আছে, তা তারা জানেন।

তথ্যসূত্র: জিও নিউজ

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন