আন্তর্জাতিক, অন্যান্য

যে দেশে ডিভোর্স মানেই আনন্দ, করেন ২০ বিয়েও

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৭ই জুন ২০২৩ ০৪:০২:২৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় বিয়ে বিচ্ছেদ মানেই আনন্দ। রীতিমতো হয় উৎসব। বিচ্ছেদের ফলে অনেকেই ৫-১০ বার বিয়ে করেন। রেকর্ড রয়েছে ২০ বিয়েরও। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

জানা যায়, দেশটিতে ‘অপ্রীতিকর ও অস্বাস্থ্যকর’ বাস্তবতায় সংসার চালিয়ে নেওয়ার নজির খুবই কম। সে দেশের দম্পতিরা এমন ক্ষেত্রে একে অপরকে মুক্তি দিয়ে স্বাভাবিকভাবেই সই করেন ডিভোর্স পেপারে।

মৌরিতানিয়াতে বিবাহ বিচ্ছেদ নিয়ে কেউ ছিঃছিঃ করে না, লজ্জা দেয় না বা থাকে না দুঃখ। সে দেশে কোনো নারীর ডিভোর্স হলে কেউ কান্না করে না। সমাজের লোকদের কটু কথা শুনতে হয় না। বরং তারা ‘ডিভোর্স পার্টি’ উদযাপন করে বিষয়টির জানান দেয়। এই নারী এখন চাইলেই অন্য কাউকে বিবাহ করতে পারেন। পার্টিতে সবাই একসাথে খাওয়া-দাওয়া, নাচ-গানে মেতে উঠেন। প্রায় শতভাগ মুসলমানের দেশ মৌরিতানিয়ায় অহরহ ডিভোর্সের ঘটনা ঘটে। কেউ কেউ ৫ থেকে ১০ বার বিয়ে করে। এমনকি একজীবনে ২০ বারও বিয়ের ঘটনা ঘটে বলে জানা যায়।

 

উল্লেখ্য, মৌররা পূর্বসূরিদের কাছ থেকে পেয়েছেন শক্তিশালী ‘মাতৃতান্ত্রিক প্রবণতা’। মৌরিতানিয়ায় ডিভোর্স এতটা স্বাভাবিক ব্যাপার হয়ে ওঠার এটি একটি কারণ বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা।

 

ডিবিসি/কেএমএল

আরও পড়ুন