বাংলাদেশ, জেলার সংবাদ

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ নেতার পদত্যাগ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৯শে মে ২০২৫ ১২:৩১:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলে ১৬ নেতা পদত্যাগ করেছেন।

রবিবার (১৮ই মে) রাতে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

 

পদত্যাগকারী নেতাদের মধ্যে রংপুর মহানগর কমিটির ১১ জন ও জেলা কমিটির ৬ জন রয়েছেন। এসময় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের নানা অপকর্মের কথা তুলে ধরেন। 

 

পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, রংপুরে মেলার নামে চলছে জুয়া। আর সেখান থেকে জেলা ও মহানগর কমিটি ৭ লাখ করে মোট ১৪ লাখ টাকা চাঁদা তুলে আত্মসাৎ করেছেন। এছাড়াও মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট থেকে দেড় কোটি টাকা আত্মসাতের সঙ্গেও তারা জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তারা।  

 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন