রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে।
আজ সোমবার (৮ই ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় তারাগঞ্জের পূর্ব রহিমাপুর হিন্দু পল্লীর চাকলা শ্মশানে তাদের সৎকার সম্পন্ন হয়।
এর আগে, উপজেলা নির্বাহী অফিসার মনাব্বর হোসেন ও ওসি রুহুল আমিনের উপস্থিতিতে যোগেশচন্দ্র রায়ের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।
অপরদিকে, দুপুরে তারাগঞ্জ থানায় নিহতের বড় ছেলে সোভেন চন্দ্র রায় অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, রোববার সকালে নিজ বাড়ির ডাইনিং রুম থেকে যোগেশচন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে নিহত দম্পতির বাড়ির ভেতরে ঢোকেন। প্রধান দরজার চাবি নিয়ে দরজা খোলার পর ডাইনিংরুমে যোগেশ চন্দ্র রায়ের ও রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ আসে।
ডিবিসি/ এইচএপি