বাংলাদেশ, রাজনীতি

রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২রা জুলাই ২০২৫ ০৭:৪২:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

মঙ্গলবার (১লা জুলাই) রাত সাড়ে দশটায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত 'জুলাই পদযাত্রা'র পথসভায় এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

নাহিদ ইসলাম বলেন, "আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা।" এ সময় দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আখতার হোসেনকে কাউনিয়ার 'ভূমিপুত্র' হিসেবে পরিচয় করিয়ে দেন।

 

'জুলাই পদযাত্রা' মঙ্গলবার সকালে পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয়। এরপর পদযাত্রাটি কাউনিয়ায় এসে পথসভায় মিলিত হয়। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই দলটি আজ বুধবার উত্তরের জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটে পদযাত্রা ও পথসভা করবে।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন