জাতীয়

প্রথমবার বিমান বাহিনীতে ৬৪ নারী সৈনিক

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে নভেম্বর ২০২০ ০৩:০৮:৩৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রথমবারের মত বিমান বাহিনীতে সৈনিক পদে ৬৪ জন নারী নিয়োগের মাধ্যমে নারীর ক্ষমতায়নে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এর মাধ্যমে আকাশ প্রতিরক্ষাতেও নতুন ইতিহাস তৈরি হলো।

প্রশিক্ষণ শেষে কর্মজীবনে প্রবেশে করছেন ৭৫২ জন বিমান সেনা। মৌলভীবাজারের শমশেরনগর রিক্রুটস ট্রেনিং স্কুলে নতুন বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনি কুচকাওয়াজে বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে তারই স্বীকৃতি মিললো বুধবার। 

সমাপনি কুচকাওয়াজে উপস্থিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, ৬৪ জন নারীর বিমান সৈনিক হিসেবে কর্মজীবন শুরুর মাধ্যমে বিমান বাহিনীতে তৈরি হয়েছে মাইলফলক। রিক্রুটদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।’

সমাপনী কুচকাওয়াজে অংশ নিতে পারায় গবির্ত তারাও।  

করোনাকালেও থেমে নেই বিমান বাহিনী। আক্রান্ত রোগীদের সেবায় এগিয়ে এসেছেন সদস্যরা। কুচকাওয়াজে, নবীন সেনাদের সেবার এই ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান বাহিনী প্রধান।

আরও পড়ুন