আবহাওয়া, বিবিধ

রবিবার রাতে বাংলাদেশ দেখবে ‘কর্ন মুন’ ও রক্তিম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ ০৯:২০:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী রবিবার, ৭ই সেপ্টেম্বর রাতে বাংলাদেশের আকাশপ্রেমীরা এক বিরল ও মনোমুগ্ধকর মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন। এদিন রাতে আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ‘ব্লাড মুন’ নামেও পরিচিত।

এ সময় পৃথিবীর ছায়ায় চাঁদ পুরোপুরি ঢেকে যাওয়ায় এটিকে তামাটে বা লালচে দেখাবে।

 

উত্তর গোলার্ধে এই সময়ের পূর্ণিমাকে ‘কর্ন মুন’ বা শস্য চাঁদ বলা হয়, কারণ এটি ভুট্টা বা ফসল সংগ্রহের মৌসুমের ইঙ্গিত দেয়। ফলে এবারের চন্দ্রগ্রহণটি একই সাথে কর্ন মুন এবং ব্লাড মুনের এক দারুণ সম্মিলন হতে যাচ্ছে।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে সারা দেশ থেকেই কোনো বিশেষ যন্ত্রপাতি ছাড়া খালি চোখে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। 

 

গ্রহণটি শুরু হবে স্থানীয় সময় রবিবার রাত ৯টা ২৮ মিনিটে (পেনাম্ব্রাল দশা) এবং এর পূর্ণগ্রাস দশা শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে রাত ১২টা ১১ মিনিটে এবং পূর্ণগ্রাস দশা শেষ হবে রাত ১২টা ৫২ মিনিটে। পুরো গ্রহণ প্রক্রিয়াটি শেষ হবে সোমবার ভোর ২টা ৫৫ মিনিটে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন