আসন্ন রমজানে পণ্যের কৃত্রিম সংকট তৈরি বা কালোবাজারি কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ।
বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি ভোগ্যপণ্যের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানান।
ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষ্যে পর্যাপ্ত পণ্যের মজুত রয়েছে এবং বাজারে কোনো ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বাজার স্থিতিশীল রাখতে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।
ডিবিসি/এসএফএল