রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রার্থী সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন খান।
১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৪ বার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে বিজয়ী ভিপি ও সাধারণ সম্পাদক (জিএস) পদে কোনো নারীর নাম কখনোই দেখা যায়নি।
সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে ২১ সদস্যের স্বতন্ত্র প্যানেল নিয়ে প্রার্থী হয়েছেন তাসিন খান। তার প্যানেলে জিএস পদে লড়ছেন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রাজন আল আহমেদ এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরবি বিভাগের মাহায়ের ইসলাম।
গত বৃহস্পতিবার প্রথম বিজ্ঞান ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তাসিন খান বলেন, তাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করা, যেখানে শিক্ষার্থীদের বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে। তিনি বলেন, রাকসু নির্বাচন বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ করে দেবে এবং ক্যাম্পাসে পেশীশক্তির প্রভাব কমিয়ে আনবে।
জুলাই আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সুযোগ থাকলেও তিনি তাতে রাজি হননি। তাসিন খান জানান, রাকসু নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতেই তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, তিনি নিজেকে নারী বা পুরুষ প্রার্থী হিসেবে নয়, বরং কাজের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখতে চান।
উল্লেখ্য, রাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। ওই বছর ভিপি নির্বাচিত হয়েছিলেন রুহুল কবির রিজভী এবং জিএস হয়েছিলেন রুহুল কুদ্দুস। এবার দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডিবিসি/এমইউএ