রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলনের সময়সীমা আরও দুই দিন বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুরে এই সিদ্ধান্ত জানায়। এদিকে, ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ছাত্রদল। এই দাবিতে সোমবার দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় ছাত্রদলের সভাপতি অভিযোগ করেন, তাদের রবিবারের কর্মসূচিতে শিবির, সমন্বয়ক এবং বাগছাসের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।
রাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত রাকসু ও সিনেট মিলিয়ে মোট ৩৮১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে রাকসু নির্বাচনের জন্য ৩১২টি এবং সিনেট সদস্য পদের জন্য ৬৯টি ফরম বিক্রি হয়।
এর আগে, রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনারের সাথে ছাত্রসংগঠনগুলোর আলোচনা সভায় জানানো হয়, পূর্বনির্ধারিত ২৫শে সেপ্টেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডিবিসি/আরএসএল