সৌদিয়া পরিবহন বন্ধসহ বিভিন্ন দাবিতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি।
বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটির বাস কাউন্টারগুলো বন্ধ থাকায় কোনো বাস চলাচল করছে না, ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। মোটর মালিক সমিতির দাবি, সৌদিয়া পরিবহন তাদের সাথে কোনো চুক্তি না করেই রাঙামাটি-চট্টগ্রাম ও রাঙামাটি-ঢাকা সড়কে অবৈধভাবে বাস চালাচ্ছে। এছাড়া সমিতির নামে চাঁদাবাজি ও হামলার মিথ্যা অভিযোগের প্রতিবাদে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। উল্লেখ্য, বুধবার বিকেলে সৌদিয়া পরিবহন বাস চালানোয় ক্ষুব্ধ শ্রমিকরা সৌদিয়া কাউন্টার ভাঙচুর করে।
ডিবিসি/পিআরএএন