রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে শুক্রবার অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
পরীক্ষা স্থগিতের ঘোষণার পরপরই আন্দোলনকারীরা তাদের ডাকা হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। দুপুরে এক জরুরি সভা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত জানান।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহণ ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। ২০২২ সালে শুরু হওয়া এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এ নিয়ে মোট ৪ বার স্থগিত হলো।
এদিকে পরীক্ষা স্থগিত হওয়ায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
ডিবিসি/ এইচএপি