দিন দিন ঝুঁকি বেড়েই যাচ্ছে

রাঙামাটির আঁকাবাঁকা সড়কগুলো পরিণত হয়েছে মৃত্যুফাঁদে

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৫ই মে ২০২৫ ১২:১৩:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাহাড়ি জেলা রাঙামাটির সড়কগুলো পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। প্রতিনিয়তই কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি আহত হচ্ছেন অনেকে। আঁকাবাঁকা পাহাড়ি পথ ও দ্রুত গতিতে গাড়ি চালানোই দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে নিয়মিত তদারকির পাশাপাশি চালকদের সচেতনতা বাড়াতে কাজ করছে বলে জানায় পুলিশ।

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেশিরভাগই পাহাড়ি পথ। পাহাড়ের মাঝ দিয়ে চলে যাওয়া এই পথের সৌন্দর্য উপভোগ করার মতো। তবে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সড়কটি। ৫০ কিলোমিটার সড়কে রয়েছে শতাধিক বাঁক। নিরিবিলি সড়ক হওয়ায় বেপোয়ারা গাড়ি চালানো, ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি চলাচলে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা। সড়ক জুড়ে তিনটি পুলিশ ক্যাম্প থাকলেও দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণে তৎপরতা নেই বললেই চলে।

 

সড়ক প্রশস্ত করাসহ বেপোয়ারা গাড়ি চলাচল বন্ধে পুলিশি তদারকি জোরদার করার দাবি স্থানীয়দের। তবে তদারকির পাশাপাশি চালকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কতা চিহৃ দেয়াসহ ট্রাফিক আইন মেনে গাড়ি চলাচলে ব্যবস্থা করে সড়কটি নিরাপদ করা হবে এমনটাই প্রত্যাশা সকলের।

 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন