বাংলাদেশ, জেলার সংবাদ

রাঙামাটিতে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই ৩০ দোকান, দেড় কোটি টাকার ক্ষতি

রাঙামাটি প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২১শে মে ২০২৫ ১০:১৪:২১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ আগুনের ঘটনায় ব্যবসায়ীদের দাবি অন্তত ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২১শে মে) দিবাগত আনুমানিক রাত দেড়টার দিকে আলমগীর নামের এক ব্যবসায়ীর কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। মুহূর্তেই আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজার এলাকায় ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় জনতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।


অগ্নিকাণ্ডের এ ঘটনায় মুদি, কাপড়, ওষুধ ও চায়ের দোকানসহ অন্তত ৩০টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন