রাঙ্গামাটি জেলার বালুখালী এলাকার স্বর্ণদ্বীপ আইল্যান্ড রিসোর্টে ঘুরতে এসে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে মো. ইফরাত নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০শে ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ২৬ বছর বয়সী নিহত ইফরাত ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নিয়ে ওই রিসোর্টে ঘুরতে এসেছিলেন ইফরাত। সকালে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ডুবুরি ইউনিটের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে এবং ডুবুরি সজীব, এমরান ও নুরুল ইসলামের সহায়তায় হ্রদে উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় আধা ঘণ্টা প্রচেষ্টার পর সকাল ১১টা ১৫ মিনিটে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহটি স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ডিবিসি/আরএসএল