বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব 'দানোত্তম কঠিন চীবর দান' রাঙামাটির রাজবন বিহারে অনুষ্ঠিত হচ্ছে।
দুই দিনব্যাপী এই উৎসবকে ঘিরে বৃহস্পতিবার সারারাত ধরে চলে চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) তৈরির কাজ।
দায়ক-দায়িকারা তুলা থেকে সুতা কাটা, রং করা এবং কাপড় বুননের কাজ সম্পন্ন করেন। আজ শুক্রবার (৩১শে অক্টোবর) সকাল ৬টা থেকে চীবর প্রস্তুতের মূল কাজ শুরু হয়েছে, যাতে ৬ শতাধিক দায়ক-দায়িকা অংশ নিয়েছেন।
বিকেলে রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবিরের হাতে এই চীবর উৎসর্গ করার মধ্যদিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে।
ডিবিসি/এনএসএফ