বাংলাদেশ, রাজধানী

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে এপ্রিল ২০২৫ ১০:০৩:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর প্রায় সব সড়কেই এখন ব্যাটারিচালিত রিকশার রাজত্ব। বেশিরভাগ চালকই জানেন না ট্রাফিক আইন। অনুমোদনহীন বেপোরোয়া গতির এই রিকশা বাড়াচ্ছে দুর্ঘটনাও। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এখনই লাগাম টানতে না পারলে স্থবির হয়ে পড়বে রাজধানী।

রাজধানীর ব্যস্ততম প্রধান সড়কে বাধাহীনভাবে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। নিয়মকানুনের কোনো তোয়াক্কা নেই চালকদের।

 

মূল সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে দ্রুতগতির গাড়ি পড়ছে বিপদে। হারিয়েছে স্বাভাবিক গতি। ব্যাটারিচালিত রিকশার চাপে কোণঠাসা প্যাডেলচালিত রিকশা চালকরাও।

 

যানজটেরও কারণ অনিয়ন্ত্রিত এসব অটোরিকশা। বাড়ছে বিদ্যুতের অপচয়। এ অবস্থায় অবৈধ এসব যানের শৃঙ্খলা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। এসব অটোরিকশার লাইসেন্স নেই।  চালকরাও অদক্ষ। ট্রাফিক আইন না জানায় বাড়ছে দুর্ঘটনা।

 

রাজধানীতে এখন বিক্রি বেড়েছে এসব অটোরিকশার। ৭০ হাজার থেকে ১ লাখ টাকায় কিনে যেমন অনেকে বেকারত্ব ঘোচাচ্ছেন, তেমনি তৈরিতে সম্পৃক্ত অনেকে। তাই বন্ধ না করে নীতিমালার আওতার আনার দাবি।

 

ঢাকার সড়কে শৃঙ্খলা রক্ষায় এখনই ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এ বিষয়ে পরিসংখ্যান বলছে, শুধু ঢাকায় বৈধ-অবৈধ মিলে চলাচল করছে প্রায় ১৫ লাখ রিকশা।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন