অপরাধ, রাজধানী

রাজধানীতে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম

ময়ূখ

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে ফেব্রুয়ারি ২০২১ ০১:৩২:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদক ব্যবসায় বাধা দেয়ায় শিশু ও নারীসহ একই পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার রাতে রাজধানীর সবুজবাগের মাদারটেক চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। 

আহতরা জানান, স্থানীয় নেতাদের আশ্রয়ে একটি দল মাদারটেক এলাকায় নিয়মিত মাদকের ব্যবসা করছে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও মাদক বেচাকেনা শুরু করে দলটি। এসময় মাদক ব্যবসায় বাধা দিলে অস্ত্র নিয়ে হামলা চালায় মাদক কারবারিরা। এতে গুরুতর আহত হন ছয়জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এদের মধ্যে দুইজনের মাথায় ছুরিকাঘাত রয়েছে।  হামলাকারী দুজনকেও ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।  

এদিকে, ঢাকা মেডিকেল পুলিশের ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মাদক কারবারে বাধা নাকি ব্যক্তিগত সম্পর্কের জেরে এমন ঘটনা তা পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুন