রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৭৯ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময়ে ২ হাজার ১৮৩টি মামলা করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। মঙ্গলবার (১২ই নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি মিডিয়া সেন্টার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৯ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্তে ২১৮৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ১৮৯টি গাড়ি ডাম্পিং ও ৬৯ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি/কেএলডি