বাংলাদেশ, অপরাধ

রাজধানীতে প্রকাশ্যে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনায় জনমনে আতঙ্ক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২১শে মে ২০২৫ ০৮:৩৩:৩০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীতে আবারও বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। গত কয়েক দিনে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বেপরোয়া হামলার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমন প্রেক্ষাপটে নড়েচড়ে বসেছে পুলিশ। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় সব আসামির গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা বলছে পুলিশ।

গত কয়েক দিনে রাজধানীর আদাবর ও সেন্ট্রালরোডসহ একাধিক জায়গায় ছিনতাইকারী ও সন্ত্রাসীদের প্রকাশ্য হামলায় হতাহত হয়েছে একাধিক ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনার ভিডিও ঘুরে বেড়ানোয় নতুন করে নিরাপত্তাহীনতায় ভুগছে রাজধানীবাসী। জনমনে আতঙ্ক তৈরি হওয়ায় এসব ঘটনা রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার কথা জানায় ডিএমপি। 

 

এদিকে, গত ১৩ই মে রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে মারা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। মামলাটি ডিবিতে স্থানান্তরের পর দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। এ ঘটনায় করা মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হলেও এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। সাম্য হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার (২০শে মে) বিকেলেও শাহবাগে রাস্তা বন্ধ করে সমাবেশ করেছে ছাত্রদল।  
 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন