বাংলাদেশ, অপরাধ

রাজধানীতে বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ গ্রেপ্তার ২

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বুধবার ৮ই জানুয়ারী ২০২৫ ০৪:১১:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-ওয়ারি বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন মো. রফিকুল ইসলাম (৪৩) ও মো. রবিউল ইসলাম সোহাগ (৩০)।

বুধবার (৮ই জানুয়ারি) ভোর ৫টার দিকে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি-ওয়ারি বিভাগের ওয়ারী জোনাল টিম।

 

ডিবি-ওয়ারি বিভাগ সূত্র জানায়, একটি পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির কিছু বণ্যপ্রাণী পাচার করার জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ এই পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

ডিবির পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ওই বিপন্ন প্রজাতির হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা হতে সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

তাদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩(১) এবং ১২(১) ধারা, একই সাথে ৩৪(খ) এবং ৩৯ ধারায় তাদের ছয় হাজার টাকা অর্থদণ্ড ও ২১ দিনের কারাদন্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করেন। উদ্ধার হওয়া হনুমানগুলোকে যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর নিকট হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন