রাজধানীর বাজারে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও, বেড়েছে খাসি ও মুরগীর মাংসের দাম।
খাসির মাংস কেজি প্রতি বেড়েছে ৫০ টাকা, মুরগির মাংসের দাম জাত ভেদে বেড়েছে দশ থেকে বিশ টাকা। কমেছে ডিমের দাম। কেজি প্রতি ২ থেকে ৫ টাকা কমেছে চালের দামও।
বাজারে খাসির মাংসের দাম নয়শ টাকা থেকে ৫০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে সাড়ে নয়শ টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশ পঞ্চাশ থেকে দুইশ আশি টাকা। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশ পঞ্চাশ থেকে একশ ষাট টাকা।
এদিকে, এক ডজন ডিমের দাম গেলো সপ্তাহে একশ বিশ টাকা করে বিক্রি হলেও, পাঁচ টাকা কমে এ সপ্তাহে বিক্রি হচ্ছে একশ পনের টাকা ডজন। দুই থেকে পাঁচ টাকা কেজি প্রতি চালের দাম কমলেও, চড়া সুগন্ধি চালের বাজার। কেজি প্রতি বিক্রি হচ্ছে একশ দশ টাকা।