মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল রবিবার রাতভর ভারী বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে নগরীর নিউমার্কেট, মিরপুর, ধানমন্ডি ও শান্তিনগরসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে পানি জমে যাওয়ায় আজ সোমবার সকালে অফিসগামী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ভারী বৃষ্টির আওতায় পড়ে।
আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, "গতকাল রাতেই যেহেতু অনেক বৃষ্টি হয়ে গেছে, তাই আজ রাজধানীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে পারে। একটানা না হয়ে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।"
টানা বর্ষণের ফলে রাজধানীর বিভিন্ন স্থানে সাময়িক জলজট সৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে কিছু এলাকার পানি নামতে শুরু করেছে। তবে অনেক নিচু এলাকায় এখনো পানি জমে আছে, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
ডিবিসি/এমইউএ