তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ উইন্টার এডিশন’। একই সঙ্গে চলছে ‘৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬’।
বুধবার (২৮ জানুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)-এর যৌথ আয়োজনে এই প্রদর্শনী চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম এবং সিসিপিআইটি-টেক্স চায়নার সেক্রেটারি জেনারেল চেন বো। এছাড়া উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কমার্শিয়াল কনস্যুলেট সং ইয়াং এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। প্রদর্শনী দুটিতে ১৫টি দেশের প্রায় ৩২৫টি আন্তর্জাতিক ও স্থানীয় কোম্পানি অংশ নিয়েছে।
ডিবিসি/এনএসএফ