অভ্যন্তরীণ সমস্যার কারণেই দেশের স্টিল শিল্প পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৩ দিনব্যাপী মেটাল এক্সপো’র উদ্বোধনে তিনি বলেন, এই খাতে অনেকে অসাধু উপায় অবলম্বন করে। তিনি অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সৎ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার স্টিল শিল্প রয়েছে, যার মাত্র ৪ থেকে ৫ হাজার কোটি টাকা ব্যবহৃত হয় এবং বাকি সক্ষমতা অব্যবহৃত থাকে। সরকারের পক্ষ থেকে বাকি সক্ষমতা কাজে লাগানোর উদ্যোগ নেয়া হবে।
স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এসবিএমএ, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন, ফাউন্ড্রি ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। মেলায় সারা দেশ থেকে ৫ হাজারেরও বেশি ক্রেতা এবং শিল্প পেশাজীবী অংশগ্রহণ করছেন।
ডিবিসি/ এইচএপি