রাজধানী

রাজধানীর কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কাকরাইল মসজিদ এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম।

 

তিনি জানান, সন্ধ্যা ৭টা ২ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ৭টা ৬ মিনিটে ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৭টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি থেকে মাইক্রোবাসটিতে আগুন লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন