বাংলাদেশ, রাজধানী

রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আবারও রাজপথে নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এই দাবি আদায়ে বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মূল দাবি হলো, আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভাতেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর অনুমোদন দিতে হবে। একইসঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত অধ্যাদেশ জারি করার দাবিও জানিয়েছেন তারা।

 

আন্দোলনকারীরা জানান, একটি সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে। তাই ওই সভাতেই বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে তারা মাঠে নামছেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত আইনের খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরবর্তীতে বিভিন্ন পক্ষের মতামত ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মন্ত্রণালয় খসড়াটি হালনাগাদ করে।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে লাগাতার অবস্থান কর্মসূচিকালে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের আশ্বস্ত করেছিল যে, ডিসেম্বরের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করে জানুয়ারি মাসের শুরুর দিকেই অধ্যাদেশ জারি করা হবে। তবে নির্ধারিত তারিখের মধ্যে দাবি বাস্তবায়নে ব্যত্যয় ঘটলে যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন