বাংলাদেশ, রাজধানী

রাজধানীর মিরপুর ও হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর ও হাতিরঝিলে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ই নভেম্বর) সন্ধ্যায় প্রায় সোয়া এক ঘণ্টার ব্যবধানে এই বিস্ফোরণগুলো ঘটে। পুলিশ জানিয়েছে, হাতিরঝিলের ঘটনায় একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হলেও দুটি ঘটনার কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি।

 

পুলিশ সূত্র নিশ্চিত করেছে, প্রথম ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টার দিকে মিরপুর বিআরটিএ-এর ভেতরে। আকস্মিক এই বিস্ফোরণে সেখানে আতঙ্ক ছড়ালেও কেউ আহত বা নিহত হননি।

 

এর কিছুক্ষণ পর, সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে, হাতিরঝিলের মধুবাগ ব্রীজের ওপর থেকে দুর্বৃত্তরা নিচের সড়কে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হলে সড়কে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এ বিষয়ে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ জানান, ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়েছেন তারা। খবর পাওয়ার পরপরই দুটি ঘটনাস্থলেই পুলিশের টিম পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন