বাংলাদেশ, রাজধানী

রাজধানীর শ্যামপুরের ঐতিহ্যবাহী লাল মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে জুলাই ২০২৫ ১২:২৯:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর শ্যামপুরে অবস্থিত ঐতিহ্যবাহী লাল মসজিদের সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫শে জুলাই) জুমার নামাজের পর পাইলিং কাজের মাধ্যমে এই বৃহৎ প্রকল্পের সূচনা করেন ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ্জ্ব সালাহ উদ্দীন আহমেদ।

পোস্তগোলা-ফতুল্লা মহাসড়কের পাশে অবস্থিত এই শতবর্ষের কাছাকাছি পুরাতন লাল রঙের তিনতলা মসজিদটি স্থানীয়ভাবে ‘লাল মসজিদ’ নামে পরিচিত। জায়গা স্বল্পতা ও ভবিষ্যতের মুসল্লির চাপ মাথায় রেখে ৩১ শতাংশ জমির ওপর দশতলা বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা।

 

সালাহ উদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, 'জমির একটি অংশ স্থানীয়ভাবে দান করা হয়েছে, বাকি অংশ ৪ কোটি টাকায় ক্রয় করা হয়েছে। ইতোমধ্যে শ্যামপুর শিল্প এলাকার বিভিন্ন মিল-ফ্যাক্টরির মালিক, বালু ব্যবসায়ী, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার আহ্বানে সাড়া দিয়ে দান করেছেন।'

 

তিনি আরও বলেন, 'মহাসড়ক প্রশস্ত করার কাজ চলমান থাকায় লাল মসজিদের সামনের অংশ কিছুটা ভাঙতে হবে। এছাড়া, বর্তমান তিনতলা মসজিদে জুমার সময় জায়গার সংকুলান হয় না। তাই, মুসল্লিদের আরামের কথা ভেবেই বাপ-দাদার আমলের এই ঐতিহ্যবাহী স্থাপনাটির সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছি।'

মসজিদ সম্প্রসারণে যারা সহযোগিতা করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, 'ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারব।'

 

এই প্রকল্প বাস্তবায়িত হলে লাল মসজিদ শুধু শ্যামপুর নয়, বরং পুরো ঢাকার দক্ষিণাঞ্চলের একটি আধুনিক ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিণত হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন