অন্তর্বর্তী সরকারকে নিয়ন্ত্রণ করতে অনেকেই নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া কোনো সংস্কার কাজে আসবে না। শনিবার রাজধানীর নীলক্ষেতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে ভোটের অধিকার নিশ্চিত করা। তিনি ঐকমত্য কমিশনের সব প্রস্তাবে সব রাজনৈতিক দলের একমত হওয়াকে 'বাকশালী চিন্তা' বলেও মন্তব্য করেন।
ডিবিসি/ এইচএপি