বাংলাদেশ, জেলার সংবাদ

রাজবাড়ীতে সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিপাকে পেঁয়াজ চাষিরা

রাজবাড়ী প্রতি‌নিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের মোট পেঁয়াজ চাহিদার প্রায় ১৫ শতাংশ যোগান দেওয়া রাজবাড়ী জেলার কৃষকরা ভরা মৌসুমে সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন।

পেঁয়াজ আবাদের এই গুরুত্বপূর্ণ সময়ে ডিলার ও ব্যবসায়ীরা বস্তা প্রতি সারে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। যদিও কৃষি বিভাগ দাবি করছে, জেলায় সারের পর্যাপ্ত মজুত রয়েছে।

 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, কৃষকরা চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছেন।

 

কৃষক রাসেল শেখ জানান, চার একর জমিতে পেঁয়াজ আবাদ করতে গিয়ে সারের বাড়তি দামের কারণে তার উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে গেছে। শুধু ডিএপি নয়, টিএসপি, ইউরিয়া ও এমওপি সারের দামও সাধারণ কৃষকের নাগালের বাইরে চলে যাচ্ছে।

 

কৃষকরা সারের বাজার মনিটরিং এবং পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানিয়েছেন। জেলা নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শঙ্কর ঝন্টু বলেন, কাগজ-কলমে সার আমদানি বেশি দেখানো হলেও বাস্তবে সংকট রয়েছে, যা খতিয়ে দেখা উচিত।

 

তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম অভয় দিয়ে বলেন, সার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বাজার নিয়ন্ত্রণে তারা সচেষ্ট আছেন। সারের দাম নিয়ন্ত্রণ করা না গেলে দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী এই জেলাটি বড় ধরণের ঝুঁকির মুখে পড়বে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন