রাজবাড়ীতে তেলের পাম্পের এক কর্মচারিকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের বিরুদ্ধে।
শুক্রবার ভোরে গোয়ালন্দ মোড় এলাকার করিম ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। তিনি পানি উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদার এবং রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি। নিহত পাম্প কর্মচারি রিপন সাহা (৩০) রাজবাড়ী সদর উপজেলার খানখানপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে।
করিম ফিলিং স্টেশনের কর্মচারি নজরুল ইসলাম জানান, শুক্রবার ভোরে আবুল হাসেম সুজন নিজেই তার ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬ নম্বরের একটি জিপ গাড়ি চালিয়ে পাম্পে তেল নিতে আসেন। পাম্পের শ্রমিক রিপন সাহা গাড়িতে ৫ হাজার টাকার তেল দেন। কিন্তু তেলের টাকা না দিয়েই সুজন দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় রিপন গাড়ির পিছু নেন। কিছুক্ষণ পর পাম্পের আরেক শ্রমিক জাকির হোসেন সামনে গিয়ে রিপনের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, পাম্পের শ্রমিক হত্যার অভিযোগে আবুল হাসেম সুজন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের ভাই থানায় হত্যা মামলা করবেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
ডিবিসি/ এসএফএল