রাজবাড়ীতে এক যুবককে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ শেষে এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১৮ই মে) রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্যর নাম মো. সাব্বির হোসেন। তিনি পুলিশের উপ-পরিদর্শক হিসেবে রাজবাড়ী সদর থানায় কর্মরত।
জানা যায়, এর আগে শুক্রবার (১৬ই মে) সন্ধ্যায় মোটরপাম্প চুরির অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে শাহিন শেখ (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। নিহত শাহিন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে।
হত্যার পর শাহিন শেখের মামা কালাম মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সদর থানা পুলিশ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জহির উদ্দীন বিশ্বাস, মৈজদ্দিন বিশ্বাস, ফরহাদ বিশ্বাস ও মুন্না বিশ্বাসকে গ্রেপ্তার করে।
তবে গ্রেপ্তারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন শাহিন শেখের বাবা জিন্নাহ শেখ ও মামলার বাদী কালাম মোল্লা। কালাম মোল্লা অভিযোগ করেন, পুলিশের উপ-পরিদর্শক মো. সাব্বির হোসেন রাজবাড়ী সদর থানার বসিয়ে রেখে একটি কাগজে সই নেয়। সেই মামলার শাহিন শেখের পক্ষের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
প্রকাশ্যে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে আজ মানববন্ধনের আয়োজন করা হয়। রবিবার বিকেল ৩টার দিকে রাজাপুর বাজারে বসন্তপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে কয়েক’শ মানুষ যোগ দেন। মানববন্ধনে নিহত শাহিন শেখের বাবা-মামাসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পুলিশ নিহতের মামাকে ভুল বুঝিয়ে মামলাটি রেকর্ড করেছেন। মামলায় যে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তারা শাহিনকে বাঁচাতে সেখানে গিয়েছিলেন। মানববন্ধন শেষে কোলারহাট-মধুখালী সড়কে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
বিক্ষোভটি শাম বিশ্বাসের বাড়ির সামনে গেলে সেখানে মামলার তদন্ত কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক সাব্বির হোসেনকে দেখতে পায় বিক্ষোভকারীরা। প্রথমে তদন্ত কর্মকর্তার সাথে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তার ওপর হামালার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করতে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
হামলায় আহত উপ-পরিদর্শক মো. সাব্বির হোসেন বলেন, আমি এবং আরেকজন পুলিশ সদস্য মামলার তদন্ত কাজে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে আমার ওপর হামলার ঘটনা ঘটেছে।
রাজবাড়ী সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শরীফ আল রাজিব বলেন, রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক সাব্বিরে ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। আমরা সকল বিষয় নিয়ে তদন্ত করছি।
ডিবিসি/এএনটি