বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই আগস্ট ২০২৫ ১২:৫২:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, যোগাযোগ সরঞ্জাম এবং বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার (১৬ই আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একটি দল কোচিং সেন্টারটি ঘিরে ফেলে অভিযান পরিচালনা করে।

 

কোচিং সেন্টারটির পরিচালক হলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে— দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, বিভিন্ন কার্তুজ, তিনটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদ।

 

এ বিষয়ে পরবর্তীতে সেনাবাহিনী একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে বলে জানানো হয়েছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন