বাংলাদেশ, জেলার সংবাদ

রাজশাহীতে ফেলে দেয়া কলাগাছ থেকে তৈরি হচ্ছে সূতা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফল সংগ্রহের পর সচরাচর ফেলে দেওয়া হয় কলার গাছ, কিন্তু সেই পরিত্যক্ত গাছ থেকেই মূল্যবান সূতা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার উদ্যোক্তা সানাউল কবীর শামীম।

তার কারখানায় উৎপাদিত এই সূতা এখন রপ্তানি হচ্ছে চীনে। কলাগাছের এই তন্তু বা আঁশ থেকে তৈরি হচ্ছে কাপড়, জুতা, ন্যাপকিন, ব্যাগ ও টুপির মতো নানা মূল্যবান পণ্য। 

 

শামীম জানান, ইউটিউব দেখে তিনি এই পদ্ধতির বিষয়ে জানতে পারেন এবং পরে ৮০ হাজার টাকা দিয়ে চীন থেকে মেশিন কিনে সূতা উৎপাদন শুরু করেন।

শামীমের কারখানায় বর্তমানে চারজন শ্রমিক কাজ করছেন। 

 

মেশিনে কলাগাছ দিলেই আঁশ বেরিয়ে আসে এবং অবশিষ্ট অংশ দিয়ে কেঁচো কম্পোস্ট সার তৈরি করা যায়। তবে মাত্র একটি মেশিন দিয়ে উৎপাদন লাভজনক করা কঠিন হয়ে পড়ছে বলে জানান এই উদ্যোক্তা। কারখানাটি বড় করার জন্য তিনি সরকারি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

 

স্থানীয় কৃষি বিভাগ বলছে, রাজশাহীতে প্রচুর পরিমাণে কলা উৎপাদন হয় এবং এই খাতের সম্ভাবনা ব্যাপক। পাটের আঁশের মতোই কলাগাছের আঁশ বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


 ডিবিসি/এএমটি

আরও পড়ুন