রাজশাহীর পুঠিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। দুর্ঘটনার পর হতাহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন এবং পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখেন।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, অটোরিকশাটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শান্ত ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারী ও এক পুরুষ মারা যান। তাৎক্ষণিকভাবে ওই দুজনের পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে আহত ৬ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শান্ত ইসলাম রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি পুঠিয়া এলাকায়।
এদিকে শান্ত নিহতের খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে নগরীর মতিহার জোনের সহকারী কমিশনার (এসি) সোহেল রানা জানান, ঘটনার পর পুলিশ উদ্ধার কাজ শুরু করতে গেলে উত্তেজিত জনতা তাদের ঘেরাও করে রাখে এবং কাজে বাধা প্রদান করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল।
ডিবিসি/কেএলডি