বাংলাদেশ, জেলার সংবাদ

রাজশাহীতে বিচারকপুত্র হত্যা: আসামি লিমন ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার পুত্রকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আসামি লিমন মিয়াকে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০শে নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন-৫ আদালতের বিচারক আশিকুর রহমান এই আদেশ দেন।

 

রাজশাহী মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম জানান, এর আগে গত শনিবার (১৫ই নভেম্বর) এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আসামি লিমন মিয়াকে ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। বৃহস্পতিবার সেই রিমান্ড শেষে লিমন মিয়াকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পুনরায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

পিপি আরও জানান, শুনানিতে পুলিশ আদালতকে জানিয়েছে যে, মামলার সঠিক তদন্ত ও বিস্তারিত তথ্যের জন্য লিমনকে আরেক দফা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

 

উল্লেখ্য, গত ১৩ই নভেম্বর নগরীর রাজপাড়া থানার ডাবতলা এলাকায় বিচারকের ভাড়া ফ্ল্যাটে প্রবেশ করে অভিযুক্ত লিমন মিয়া। সেখানে সে বিচারকের পুত্র তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে এবং স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে জখম করে। এ ঘটনায় লিমন নিজেও আহত হয়। পরে বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করলে হাসপাতাল থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন