রাজশাহীর পুঠিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন।
বুধবার (১৪ই মে) বিকেলে পুকুর ও দিঘির টেন্ডার নিয়ে দু-পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় আগুন দেয়া হয়েছে স্থানীয় বিএনপির অফিসে।
স্থানীয়রা জানায়, পুঠিয়া উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যার এক পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির নেতা ও সাবেক মেয়র আল মামুম খান। অন্য পক্ষে আছেন ফারুক রায়হান। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডিবিসি/ রাসেল